কবিতায় চিরঞ্জীব হালদার

দিন ও তার রূপময়তা
কোথাও কোন আয়না দোষ আছে কিনা
দেখে নেয় এক বিধর্মী ধার্মিক।
ভূয়োদর্শী ও সম্মানীয় সকাল সব জানে ।
তবে মানষপটে কোন নতক্রন্দসীর ছবি
থাকে কিনা জানা নেই ।
আমি বিদ্যাকে জিজ্ঞেস করি ।
ভূষণকে জিজ্ঞেস করি ।
বিনোদকে জিজ্ঞেস করলে আমতা আমতা
করতে করতে বলে জল ও পিপাসার মধ্যে কোন ক্রন্দসী নেই।
তোমাদের কোন বান্ধবীর নাম মোহর।
তোমাদের কোন মেহগনি গাছের নাম রত্না। তাহাদের গান ও কন্যাঘর উভয়ের সকাল ।
এতাবৎ কোন ভুয়োদর্শীর সাথে সাক্ষাৎ ঘটিলে বৈয়াকরণ সকালের ঘটমান ক্রন্দনের কথা বলা দরকার।
তবে আপেক্ষিক শর্তাবলী উহ্যময়তা বজায় রাখিও পাঠক।