কবিতায় চৈতালী ধর মল্লিক

আমার প্রশ্নচিহ্ন
যেন, উল্টে যাওয়া প্রশ্ন চিহ্ন নিয়ে বাঁচি!
কিছু নিয়ে প্রশ্ন করা,
নেহাত বোকা, বোবার মতো।
পরপর বিরুদ্ধ ঘটনার শ্বাসাঘাতে
অনুভূতিগুলো ইদানিং জট পাকানো
কলমের আগুন শুকিয়ে কাঠ
আমার হাহাকার ঘুমিয়ে পড়েছে
অবহেলায়, আমারই পাশে শুয়ে
তার মৃতদেহ।
কবিতায় রোম্যান্স
নিরুদ্দেশ।
দিন কাটে, দিনবদলের ডাক শুনতে চেয়ে
আশাহত চোখ, বন্ধ।
দিন কাটছে… কেটে যাচ্ছে,
ভাঙ্গা অস্বস্তির… প্রশ্নের সাথে।