কবিতায় চন্দন দাশগুপ্ত

অনুভব
চোখে দেখা যায় অনেক কিছুই,
আসলে সব দেখা যায় না,
দেখা যায় পিঠে-গলায় নখের আঁচড়,
দেখা যায় না কথার আঁচড়,
হৃদয়ের গভীর প্রান্তরে।
ছায়াঘেরা বিষণ্ণতার নিমগ্নতায়,
ডুবে থাকা মনের ব্যথা,
শুধুই অনুভব করা যায়,
ঠিক যেমন অনুভব করতে হয়,
দিন শেষ হলে সন্ধ্যার আগমনবার্তা,
পাখি দেখতে শুধু হয়ত ভাল লাগে,
তার পালকের কোমলতা,
শুধু স্পর্শেই অনুভব করা যায়,
তোর অ্যাসিডে পোড়া মুখে,
শুধু দেখা গিয়েছিল বীভৎসতা,
কিন্তু ওদের দুর্ভাগ্য,
ওরা দেখতে পায়নি তোর মনের সরলতা…