কবিতায় চন্দন দাশগুপ্ত

আশ্চর্য অনুভব
বসন্তের সেই নিমগ্ন রাতের শেষে,
আকাশ থেকে ভেসে এল,
আশ্চর্য এক সোনালী আলো,
পর্বতচূড়ায় মুহূর্তেই ঘটে গেল,
আলোর এক বিস্ফোরণ,
চুরচুর করে ভেঙে পড়ল,
অন্ধকারের সব গর্ব,
দীঘল দিগন্তে এখনও দেখা যায়,
ধূসর অরণ্যের বাঁকা রেখা,
এখন সময় নয় পরচর্চার,
এখন শুধু শান্ত সমাহিত হয়ে,
সেতারে আহির ভৈরব…..আর,
বয়ে যাওয়া নদীর স্রোতের শব্দ
শোনা….শুনে যাওয়া….