কবিতায় চন্দন দাশগুপ্ত

ইচ্ছেঘুড়ি
কে যেন বলেছিল, পাহাড় হবো,
হোক, আপত্তি নেই কিছু,
তবে আমি বাপু পাহাড় হতে চাইনি,
ছোট্ট একটা নুড়ি হলেই খুশি।
চাইনি আমি হতে কখনও সমুদ্র,
চাই যে শুধুই হতে ছোট্ট ডিঙি,
চাইনি তুলতে বজরার ওপর বিশাল সাদা পাল,
রোগাটে একটা দাঁড় পেলেই খুশি।
চাইনি বসতে ময়ুর সিংহাসনে,
বেতের মোড়া পেলেই আমি রাজা,
চাইনি শুতে পালঙ্কের ওপর,
ভাঙা চৌকিই আমার পরম মিতা।
হাঁটতে চাই সবুজ ঘাসে রোজ,
দেখতে চাই আকাশে লক্ষ তারা,
দূষণে দম আটকে আসে রোজ,
সে খবরটা আজও পায়নি কারা?