কবিতায় চন্দন দাশগুপ্ত

আমি পারিনি
ইচ্ছে করে, তোকে রঙ মাখাই,
তোর চোখ দিয়ে নিজেকেই দেখি,
তুই যে আমার আয়না,
মেঘলা দিনের ছায়াঘেরা বিষণ্ণতায়,
কিংবা রহস্যময় কুয়াশার আড়ালে,
তোর চোখে দেখেছিলাম স্বপ্নের আঁকিবুকি,
এই ঘোর বসন্তের নিমগ্নতায়,
ক্লান্তির ধূসর দিগন্ত পেরিয়ে,
তুই কবে যেন এসেছিলি,
ছুঁয়ে গিয়েছিলি ভেজা কেয়াবন,
বাতাসকে যে আমি আজও হিংসে করি,
উদাসী বসন্তের ভোরে,
ও কেমন ছুঁয়ে দিয়েছিল তোর আঁচল,
আমি তো পারিনি…