কবিতায় ছন্দা দাম

অবিন্যস্ত জীবন
আলগোছে রাখা কিছু কথা, কিছু সুর,কিছু চুপকথাদের নিরবতা…
হৃদয়ের তারে বাজে অনাদরে,বুঝি দিয়ে যায়…
কোন ঠোঁট চুপ করে রাখা চাওয়াদের আকুল বারতাই,
হ্যা তুমি তাই।
নয় কিছু বেশি,আছে হাওয়ায় মিশে…যেন আদুরে পরশের মধুকথা।
আর বলি যাই…ভাবি যা… বলি কি তাই…!!
কি আছে আর,,,আর কিযে নাই,হ্যা তুমি তাই।।
কেটে যাচ্ছে এ জীবন, অথবা অহেতুক ভীষণ…
বৃষ্টির ছাট, নদীর কুলকুল ঢেউ, আনচান মন,
মুহূর্তে হারিয়ে যাই…কোথাও থৈ আছে…কোথাও নাই,
শেষ ঠিকানা দূর দিগন্তের আকাশটাই,হ্যা তুমি তাই।
গন্ধে বিধুর স্মৃতি…কখনো খুঁজে ফেরে বিস্মৃতি,
আয়নায় খুঁজে ফেরে বিমূর্ত আমিটার শতছিন্ন ছবিটি,
আমিতেই ছড়িয়ে আছে একটা পৃথিবীর রোশনাই,
ভাঁজে ভাঁজে পাঁজরের ব্যথা কেঁদে বলে,হ্যাঁ তুমি তাই।