কবিতায় চান্দ্রেয়ী দেব

স্বার্থহীন
দ্রুত ছুটতে থাকা জীবনের গাড়িতে
উঠতে গিয়েই মোচড় খেয়ে পড়ে যাই
ডগবগ করে জ্বলতে থাকা ধূলোর শরীরে
ফোসকা পড়া চামড়ার আঘাতের অভ্যন্তরে
আনুকূল্য বাহুর স্পর্শ অনুভূতিতে বোধগম্যহীন
পৃথিবীর মুখ ফিরে গেলে
ফাঁকা হৃদয়ের অলস মধ্যাহ্নে
ভীষণভাবে কবিতার দরকার হয়