কবিতায় চন্দন দাশগুপ্ত

আমার আকাশ
জানালার চৌখুপিতে আটকে পড়া,
আমার একটা ছোট্ট আকাশ ছিল,
সে যখন আবেগে জড়িয়ে ধরতো মেঘেদের,
মাঝে মাঝেই যখন স্পর্শ করতো পাহাড়ের চূড়া,
আমি তখন শিউরে উঠে ভাবতাম,
সন্ধ্যার সূর্য ছুঁয়ে নিয়ে,
কখন তার নীল রঙে লাগবে লালের আভা,
আর এক ত্রস্ত হরিণীর মতোই,
দিকবিদিক জ্ঞানশূণ্য হয়ে সে ছুটে যাবে,
রহস্যময় অন্ধকার রাতের দিকে,
ধীরে ধীরে চারদিকে ঘনাবে অলৌকিক ছায়া,
ঝাউবনে ফিসফিসিয়ে প্রেমালাপে মগ্ন হবে,
ক্লান্ত পূবালী বাতাস, আর সেই…
শীতল কুয়াশামাখা বাতাসের স্পর্শে,
আকাশ আলিঙ্গন করবে অযত্নে পড়ে থাকা,
বহুদূরের সব অনুজ্বল নক্ষত্রদের,
সেই আনন্দ-বিভোর ছোট্ট আকাশের কপালে,
আমি দিতে চেয়েছিলাম লাল সিঁদুরের টিপ,
সেই অতৃপ্ত ইচ্ছেটুকু কি কখনও পূর্ণ হবে?