কবিতায় চান্দ্রেয়ী দেব

ফাগুন
সেদিনও ফাগুন এসেছিল
আমার কাছে এসে বসলো
একেবারে নীরবতায় গা ঢেকে
অভিমানী হৃদয় আঁখি তুলতেই
ফাগুনের মনভোলানো রং এর আল্পনায়
ঘর বাঁধলো উদাসীন আঙিনা ঘিরে
পলাশ শিমুল কৃষ্ণ চূড়া পড়লো ঝরে
বসন্তের দুপুরে বাতাসের উদ্দামতায়
এসেছে ফিরে সবুজের আঁচলে
বিছিয়ে থাকা টুকরো টুকরো পাপড়ির সমারোহ
কিন্তু সেই পাপড়িগুলো এক হয়ে
সেজে উঠবে না ফুলের সাজে
কোনো কিছু ভেঙে গেলে
জোড়া লাগানো অসম্ভব ব্যাপার
জিনিসই হোক কিংবা সম্পর্ক
বসন্ত এলেই শোনা যায় কোকিলের ডাক
গাছের ডালে পলাশ শিমুলের বাহার
হারানো মুহূর্তরা উঁকি দেয় বসন্তের পিছু হতে
মনোঘর থেকে স্রোতের মতো ভেসে আসে
ফাগুন লেগেছে মনে
ফাগুন লেগেছে মনে।।