কবিতায় চন্দনা চৌধুরী নাথ
by
·
Published
· Updated
আনন্দ ধারা
হৃদ ভেসে যায় দূরের পথে, নদীর নিমন্ত্রণে,
মন সেখানেই নৌকায় ভাসে, ঢেউয়ের নিয়ন্ত্রণে ।
আবেশ ছড়ায় অচেনা ফুলেরা, লতানো গাছের ডালে,
পাতার ছায়ারা কাঁপে তিরতির আপাত গভীর জলে।
ভোর সেখানে যে তাড়াতাড়ি আসে,বাস করে নদী বুকে,
জলরঙে মেশে সোনালির ধারা,
নব আনন্দ লোকে।
গল্পের ছলে পাশাপাশি ওড়ে বন্ধু পাখির ঝাঁক,
ওদের জীবনে রোদ হাওয়ামাখা ভালবাসা বেঁচে থাক।
ধীর স্রোত জলে,আলো বয়ে চলে,
আনন্দ পথ পাড়ি,
অববাহিকায় সময় কাটায় নবাঙ্কুরের সারি ।
দিন বছরের হিসেব রাখেনি অনন্ত ধারা তটিনী,
সিঞ্চিত প্রাণে স্পন্দন আনে, বহমান এক রাগিণী ।।