কবিতায় ছন্দা চট্টোপাধ্যায়

রাত দখল
রাত দখলে হয়নি যাওয়া,পঙ্গু বাতের ব্যথায়,
পেইনকিলার খাইনি,কতো কষ্ট পেয়েছে স্মিতা।
আমার এই ব্যথা যেন ব্যথাই নয়, তার যন্ত্রণার কাছে,
হিংস্র হায়েনারা ছিঁড়ে খেলো তাকে, কিছু বলে দেয় পাছে!
রাত বারোটায় একলাই আমি বাজিয়ে দিয়েছি শাঁখ,
জাগো জনগণ নারী ও পুরুষের উত্তাল সেই ডাক।
সব ব্যথা ভুলে সারারাত জেগে শুনেছি…
অর্বুদ নরনারীর আহ্বান,
জাস্টিস, জাস্টিস, জাস্টিস চাই, ওনলি জাস্টিস উই ওয়ান্ট।
একা ঘরে বসে টিভিতে তাকিয়ে কেঁদে গেছি….
দেখেছি রাতের ঊষায় বদল,
তোমার আমার কন্যারা পথে রাতকে করেছে দখল।