T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় চন্দন চৌধুরী

শিরদাঁড়া
সবই আছে
তোমার একটা জবরদস্ত পরিচয় আছে
লোকদেখানো মস্ত ইমারৎ
তোমার একটা হ্যান্ডসাম ইনকাম
এমনকি তোমার একটা কেতাবি জনকল্যাণমূলক সোসাইটির সদস্য পদ
এমন সব আছে
যা অন্যের কাছে ঈর্ষণীয় লোভনীয় গ্রহনীয়
তোমার এই ‘আছে’ র লিষ্টে
আরো অনেক কিছু আছে
ছেলের বিদেশ সফর
মেয়ের আই টি কোম্পানির মস্ত চাকরি
বৌএর নামে দু’দুটো দূর্মূল্য ফ্ল্যাট
তোমার জন্মদিনে শুভেচ্ছা জানায়
লোকাল কাউন্সিলর
তোমার বিবাহবার্ষিকী পালিত হয়
শহরের শ্রেষ্ঠ আলোকোজ্জ্বল লজে
তোমার পুরস্কারপ্রাপ্তির সংবাদে হেডলাইন
হয় লোকাল প্রতিটি কাগজ
তোমার তো সব আছে
ভোজনের পর ভোজনরসিক শেষপাতের পান তৃপ্তির মতো
ঢেকুর তোলা প্রশান্তির মনে তোমার চোখে শুধু
কোন ঘুম নেই
ঘুম নেই কারণ
সব পেতে পেতে তুমি হারিয়ে ফেলেছো
তোমার পেছনে থাকা শিরদাঁড়াটা
যেটা একমাত্র ঠিকঠাক থাকলে
একটা মানুষের আর কোন কিছুই থাকার প্রয়োজন থাকে না।