T3 || ২১শে ফেব্রুয়ারি – হৃদয়ে বসতে বাংলা || বিশেষ সংখ্যায় ছন্দা চট্টোপাধ্যায়

অপ্রতিরোধ্য
।। হৃদয়ে বসতে বাংলা।।
যতই থাকি স্থির…
অস্থিরতা অপ্রতিরোধ্য,
খুঁজে ফেরে স্বপ্নের মাঝে…
হারিয়ে যাওয়া
ক্ষুদ্র সেই নীড়।
ধানসিঁড়িটির তীর!
।। হৃদয়ে বসতে বাংলা ।।
হৃদয়ের গভীরে বাংলা ভাষা, মাতৃভাষা…
এক দিবস পালনে পাল্টে যাবে কী সন্ত্রাসের ভাষা?
তর্জনী উঠে আসে অশ্লীল ভাষায় যখন…
পেটে খেলে পিঠে সয়,
সম্মার্জনীর ভাষা তখন
উঠে আসুক সপাসপ্ আর সহ্য নয়।
।।হৃদয়ে বসতে বাংলা।।
আমাদের মা আমাদের দেশ, ভাষা, শিক্ষা, রুচি, সংস্কৃতি!
মায়ের রূপের ধারণা শুধু গর্ভধারিনী মায়ের মধ্যেই?
ভাষা যখন নারীকে চিহ্নিত করে মেয়েছেলে…
‘মা’ শব্দের পরে বসে ঘৃণ্য এক অক্ষর -‘গী’-,
নারীর চোখ চিরে আগুন জ্বলুক, গর্জে উঠুক বাঘিনী!
।।হৃদয়ে বসতে বাংলা।।
ভালোবাসার ভাষা হোক একুশের অঙ্গীকার…
প্রেমের অস্ফুট স্বরে অন্তরের ভাষা ফুটুক ফুল হয়ে…
কন্যা ও কন্যাসমা নারীকে পুরুষরা ডাকুক মনিমা, সোনামা ব’লে।
তাদের চোখের ভাষায় উথলে উঠুক স্নেহ নির্ভেজাল!
যদিও এমন ভাবনা অলীক চিরকাল,
আবহমান বৈরী কুমীর ও খাল।
তবু আশাতরী ভাসে গাঙুরে ভেলায়,
বেহুলার অভিশাপের জেদে অবহেলায়।
।।হৃদয়ে বসতে বাংলা।।
অন্তরে বসত করুক বাংলা কবিতা ও গানে
অপসংস্কৃতির প্রতিবাদ উঠুক প্রতিজন বাঙালির ঠোঁটে
স্লোগানে স্লোগানে…
।।হৃদয়ে বসতে বাংলা।।