কবিতায় ছন্দা চট্টোপাধ্যায়

মা বলে আর ডাকবো না
মা বলে আর ডাকবো না…
কিসের উৎসব মা?
মেয়েকে আমার করেছে খুন
বানিয়েছে থ্যাঁতলানো এক শব,
পিটিয়ে মেরেছে বাছাকে আমার, তুই চাস উৎসব?
তোর প্রিয় ঐ শিউলিরা সব ধর্ষিতা হয়, দেখতে পাস না চোখে?
তিলোত্তমারা লাশ হয়ে যায় ক্ষতবিক্ষত মুখে!
মা গো কি বিভৎস সে দৃশ্য… আমার শুকিয়েছে অশ্রুজল
তিলোত্তমার গর্ভধারিনী কি করে তার সহে…বল্!
তুই মা অভয়া বাঁচালি না কেন তাকে?
এখনো কি করে আশা করে থাকিস,
মা বলে ডাকবো তোকে!
কিংবা হয়তো তুইও অক্ষম শুধু তিথিডোরে বাঁধা,
দেবী নাকি তুই মাটির ঢেলা?
ভাবনায় লাগে ধাঁধা।
কি করে ঘুরিস কার্নিভালে!
বুঝেছিস তবে কাকে বলে…
শরিরী নির্যাতন!
প্রতিমার সাথে প্রতি মাকেও
ওরা করে গণধর্ষণ!
দোহাই মা তুই আসিস না এবার,এ যে রাক্ষুসে জমি,
মানুষ নয়, পিশাচে দখল করেছে বঙ্গভূমি।