মার্গে অনন্য সম্মান চিত্রা বন্দ্যোপাধ্যায় (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৯৩
বিষয় – মানবিক
মানবতার আলিঙ্গনে
স্রষ্টার সৃষ্টিতে অপরূপ প্রকৃতি,
প্রেম-ভালোবাসার হয়না আকৃতি।
ঋতু চক্রাকারে হয় পরিবর্তনশীল,
ধ্বংস ও সৃষ্টিতে জগত গতিশীল।
নদী অরণ্য পাহাড় পর্বতমালা,
মরুভূমি ঝরনা সাগর গাছপালা।
সুন্দর প্রকৃতির অপূর্ব শোভা,
শিউলির গন্ধ আহা মনোলোভা।
প্রেমিকের মন করে আনচান,
প্রকৃতি উজাড় করে দেয় অনুদান।
প্রখর রোদ্দুরে বৃক্ষের ছায়াতল,
অপরূপ সুন্দর বৃষ্টির জল।
সূর্য-চন্দ্রের মনমুগ্ধকর কিরণ,
প্রকৃতি করছে নিত্য বরণ।
প্রেম আশা-নিরাশার মায়াজাল,
প্রেমবিহীন জগত রুদ্রের জটাজাল।
আলো-ছায়া মেঘের আবরণ,
নিত্য করি অন্যায় আচরণ।
নদীতে ফেলি বর্জ্য-আবর্জনা,
বৃক্ষ কেটে তৈরি কলকারখানা।
প্রকৃতি করেছে আজ অভিমান,
প্রেম ও প্রকৃতি করে সহাবস্থান।
সুন্দর প্রকৃতিকে রাখ প্রেমবন্ধনে,
মানবতার জয় সুন্দরতার আলিঙ্গনে।