মার্গে অনন্য সম্মান চিত্রা বন্দ্যোপাধ্যায় (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১০৬
বিষয় – বিশ্বকর্মা পূজা
জীবন ছন্দে
দেবশিল্পী বিশ্বকর্মা তুমি এসেছো!
এসেছো এ ধরায়–
কিন্তু আজ হাতদুটো যে অচল হয়ে আছে।
বিশ্বায়নের যুগে রোবটের প্রয়োজন মানুষের নয়।
আজ দিকে দিকে শিল্প-বাণিজ্য
মুখ থুবড়ে পড়েছে।
ছোট-বড় কল-কারখানা প্রায় বন্ধ, আজ আর সাইরেনের বাঁশি বাজে না।
যন্ত্রপাতির ধার নষ্ট হয়ে
জং ধরেছে,দেখো–
তবে ছুরি-চাকুর ধার কমেনি বরং বেড়েছে।
বেকার বেকারত্বের যন্ত্রণা নিয়ে
ঘুরছে গ্রাম,গলি, রাজপথ।
এবার কর্মহীন মানুষকে
জীবন ছন্দে দাও ফিরিয়ে।
নিরানন্দ আজ আনন্দে পরিণত হোক।
ফিরিয়ে দাও বাল্য ও কৈশোরের
উন্মুক্ত ঘুড়ি ওড়ানোর আনন্দ!
স্মৃতির ক্যানভাসে সেই
মিষ্টি-মধুর দিনের
ঘুড়ি লাটাই হাতে
মাঞ্জা দেওয়া সুতোই বাঁধা
রং-বেরঙের ঘুড়ির
হোক অবাধ বিচরণ।
নির্মল অনন্ত আকাশের নিচে
ভোকাট্টা খেলার হুল্লোড়ে
মেতে উঠুক মনুষ্য জাতি।
হাসি ফুটুক সকল মানুষের মুখে।
প্রতিদিন সকালে মানুষ
কর্মসংস্থানের জোয়ারে যাক ভেসে।
প্রতিটা সকাল হোক সুন্দর,
পৃথিবী আবার শান্ত হোক।