মার্গে অনন্য সম্মান চিত্রা বন্দ্যোপাধ্যায় (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৮৪
বিষয় – চড়ক পূজা
চড়ক উৎসব
বারো মাসে তেরো পার্বণ
বাঙালির ঘরে ঘরে,
চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজা
হয় নানান উপাচারে।
চৈত্রের খরতাপে কৃচ্ছ সাধন
সন্ন্যাস ধারণ করে,
আগুন জ্বেলে গড়াগড়ি দেয়
ডাকে ভক্তি ভরে।
সঙ সেজে শিব-দুর্গা
সঙ্গে নন্দী ভৃঙ্গী,
ঢাকের তালে কোমর দোলে
ভক্ত বৃন্দ সঙ্গী।
নীলের উপোস করে অধিবাস
জিভেতে ফোঁটায় বাণ,
মন্ত্রের সাথে কীর্তন করে
গায় বাবার গান।
কত ভক্ত দণ্ডী দেয়
শিরেতে ছড়ি ধরে,
বাবার মহিমা নাইতো সীমা
দাঁড়িয়ে দণ্ডবৎ করে।
বানেশ্বর দেবের উৎসবে চলে
কলকে,গাঁজা,সিদ্ধি,
সন্ন্যাসী বৃন্দের উদ্দাম নৃত্যে
বাড়ে সেবনের বৃদ্ধি।
পিঠে বড়শি বেঁধে ভক্ত
চড়ক গাছে ঘোরে,
জন সমাগমের তৃপ্ত প্রবাহে
হালকা কিংবা জোরে।