কবিতা জুটিতে চিরন্তন ব্যানার্জি

১| নিরুদ্দেশ

আমার তো কথা শেষ, পৃথিবীর বুকে জমে ধুলো,
ছায়াপথ পার হয়ে ছাই ফেলে আসে ভাঙ্গা কুলো।
জঙ্গলে ধিকিধিকি দাবানল, দগ্ধায় রোজ;
সন্ধ্যের শেষ ডাকে বুঝে নিও কজন নিখোঁজ।
উঠোন নিকিয়ে রাখি, যারা ডুবে গেল মধুকরে,
তারা যদি ফিরে আসে, তারা হয়ে, জন্মান্তরে।
আমিও পেতেছি শয্যা, সমুদ্রে, শিশিরে কি ভয়-
আসলে সবাই একা
, হাসিটুকু খাসা অভিনয়।

২| অক্সিজেন

তোমার দাদা তোমার দিদি,
চিণ্হ তোমার, তোমার থাক;
আমার দাদা আমার দিদি,
ওষুধ হাতে দিচ্ছে ডাক।
তোমার দিদি ভীষণ রাগী,
জ্বালাময়ী ভাষণ তার;
আমার দিদি ভীষণ রোগে
মায়ের মতই চমৎকার।
তোমার দাদা সত্য মিথ্যা
স্বপ্ন বেচেন দিন কি রাত;
আমার ব্রাদার জ্বর কপালে
দেয় বুলিয়ে শীতল হাত।
তোমার দাদা তোমার দিদি,
লাল পতাকা আগুন রঙ;
আমার কিন্তু কেবল সাদাই
এই সময়ে থাক বরং।
তুমি থেকো কান উঁচিয়ে,
কোন নেতা কাল কি বলবেন;
আমি জানি কোন লোকেরা
প্যান্ডেমিকের অক্সিজেন।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।