আমার তো কথা শেষ, পৃথিবীর বুকে জমে ধুলো,
ছায়াপথ পার হয়ে ছাই ফেলে আসে ভাঙ্গা কুলো।
জঙ্গলে ধিকিধিকি দাবানল, দগ্ধায় রোজ;
সন্ধ্যের শেষ ডাকে বুঝে নিও কজন নিখোঁজ।
উঠোন নিকিয়ে রাখি, যারা ডুবে গেল মধুকরে,
তারা যদি ফিরে আসে, তারা হয়ে, জন্মান্তরে।
আমিও পেতেছি শয্যা, সমুদ্রে, শিশিরে কি ভয়-
আসলে সবাই একা
, হাসিটুকু খাসা অভিনয়।
২| অক্সিজেন
তোমার দাদা তোমার দিদি,
চিণ্হ তোমার, তোমার থাক;
আমার দাদা আমার দিদি,
ওষুধ হাতে দিচ্ছে ডাক।