।। স্বদেশ সংখ্যা ।। কবিতায় চিরন্তন ব্যানার্জি
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
স্বাধীনতা তুমি
তোমায় যদি ছুঁয়েই দেখি স্বাধীনতা
অন্ধকারে আমার দেশের গন্ধ মাখি
তুমি কি সেই সব পেয়েছির আসর, নাকি
মিথ্যে কথার গোল্লাছুটের বিরাট ফাঁকি?
তুমি কি সেই জনপ্রিয় নেতার মিছিল?
তুমি কি সেই তেরঙ্গাতে ভোরের হাওয়া?
তুমি কি সেই ছুটির দিনের আড্ডা শেষে,
গরম ভাতে মাংস মেখে জমিয়ে খাওয়া?
তুমি কি সেই আমলাশোলের সময় শবর?
তুমিই কি সেই নির্ভয়া হও রাজধানীতে?
তোমায় কোথায় খুঁজবো বলো কোন গলিতে
আমার কেবল পান্তা ফুরায় নুন আনিতে।
স্বাধীনতা, তোমার অনেক দেওয়ার বাকি,
স্বাধীনতা, অনেকটা পথ চলতে হবে;
সবাই শুধু দোষ দিয়ে যায় তোমার ঘাড়ে,
আয়নাতে মুখ, মানুষ বল দেখবে কবে?
স্বাধীনতা, দেখছি তোমায় মেয়ের মুখে,
স্বাধীনতা, মেঘ আকাশে একলা তারা;
স্বাধীনতা আসলে তো এইটুকু জোর
“ভাল্লাগে না” দুহাত ছুঁড়ে বলতে পারা।