মার্গে অনন্য সম্মান চিত্রা বন্দ্যোপাধ্যায় (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১১৯
বিষয় – মানস
মানসী
শিশির সিক্ত স্নিগ্ধ আলোয়
এসো মোর প্রেয়সী,
পাহাড়ি ঝর্ণা সবুজ বনানী
এসো কল্পলোকের মানসী।
মুক্ত ঝরে তোমার হাসিতে
সাতরঙ্গা গোধূলি লগনে,
হৃদয় দোলায় দোদুল্যমান আজ
সুরেলা আলাপি মননে।
রয়েছো জুড়ে হৃদয় মাঝারে
এক পলকের দেখায়,
অপরুপ রূপে উজ্জ্বল ছটায়
হৃদয়-মন দোলায়।
মৃগনয়নার দুলকি চালে এসো
মধুর হাসি মনেতে,
স্বপ্ন মায়ার মাধবী রাতে
রাখো হাতটি হাতেতে।
তোমায় নিয়ে স্বপ্ন দেখি
বাঁধবো ঘর দুজনে,
সুখে-দুখে কাটাবো জীবন
কহু-কাকলি কুজনে।
সবুজ বনানী স্বচ্ছ আকাশ
ছাড়বো স্বস্তির নিশ্বাস,
আলোয় আলোকিত হবে জীবন
এই মোর বিশ্বাস।