মার্গে অনন্য সম্মান চিত্রা বন্দ্যোপাধ্যায় (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১০১
বিষয় – স্মৃতি
স্মৃতির ক্যানভাসে
স্কুল ফেরত ত্রয়ী বন্ধুর
শৈশব হয়েছে চুরি,
দুষ্টু বুদ্ধিতে সেরার সেরা
পকেটে রাখতো ছুরি।
কচি কচি আম দেখলে
মনের সুখে পেড়ে,
নুন,লঙ্কা দিয়ে খেতো
আনন্দে মাথা নেড়ে।
এপার ওপার সাঁতার কাটতো
গিয়ে পুকুর ঘাটে,
একই সাথে ইস্কুলে যেতো
ফুটবল খেলতো মাঠে।
ছিপটি নিয়ে পুকুর ঘাটে
ধরেছে কতো মাছ,
বটের ঝুরিতে দোল খাওয়া
রয়েছে সেই গাছ।
সেই দৃশ্য স্মৃতির ক্যানভাসে
নাড়া দিলে হাসি,
আজও মিস করি বন্ধু
তোদের বড্ড ভালোবাসি।