মার্গে অনন্য সম্মান চিত্রা বন্দ্যোপাধ্যায় (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১৩২
বিষয় – ভোকাট্টা
ভোকাট্টা
আকাশ পানে দেখছি চেয়ে
উড়ছে রংবেরঙের ঘুড়ি,
ভোকাট্টা হলে হাততালি দেয়
গোপাল খুুড়ো-খুড়ি।
তাকিয়ে সবাই ঊর্ধ্ব পানে
মাঞ্জা সুতো হাতে,
লাটাই নিয়ে দৌড়ে বেড়ায়
আনন্দ জোয়ারে মাতে।
চাঁদিয়াল নিয়ে মনের খুশিতে
ভোকাট্টা ভোকাট্টা হাঁকে,
মধুর সুখ শৈশব স্মৃতি
খুঁজি কাজের ফাঁকে।
আজও বেশ মনে পড়ে
উড়াতাম যখন ঘুড়ি,
ঠাম্মি এনে হাতে দিতো
মসলা মাখা মুড়ি।
হঠাৎ দেখি আমার ঘুড়ি
চৌরঙ্গীর উপর দিয়ে,
কাঁচের মাঞ্জায় ভোকাট্টা করে
আনলো খুশি নিয়ে।