মার্গে অনন্য সম্মান চিত্রা বন্দ্যোপাধ্যায় (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১১০
বিষয় – শিশু দিবস
বিলুপ্ত শৈশব
মানুষ যখন হয় অমানুষ
বুঝে কি ছাই শিশুর ব্যথা,
ভাষণ পেলে থামে নাতো
শিশু দরদি প্রেমের কথা।
ক’জন গার্জেন স্বপ্ন দেখে
বাংলা ভাষায় পড়বে শিশু!
মডার্ন ইংলিশ মিডিয়ামে পড়ে
ইউরোপ ঘুরবে তাদের যীশু।
শিশুর মাথায় চাপিয়ে বোঝা
বিলুপ্ত প্রায় শৈশব আজ,
নির্লজ্জ মানব নিজের বাড়িতে
শিশুকে দিয়ে করায় কাজ।
বলতে পারো ক’জন মানুষ
অনাথ শিশুর ঘুচায় দুখ,
চাল-চুলোহীন জীবন যাদের
পারেনা পেতে একটু সুখ!
পিতা-মাতার পাইনা স্নেহ
পাইনা খেতে দুমুঠো ভাত,
খোলা আকাশ পৃথ্বীর কোলে
কাটে যাদের দিন-রাত।
চায়ের দোকান ইট-ভাটায়
সর্বত্রই দেখি শিশুর মুখ,
শিশু দিবসে মঞ্চে উঠে
দিচ্ছ ভাষণ তোমরা খুব!
কার জন্মদিনে শিশু দিবস
জানে না এই শিশুর দল,
শুধু দুমুঠো অন্ন-বস্ত্র দিলে
বাড়বে কি শিশুর মনোবল?