কবিতায় চিরন্তন ব্যানার্জি

অক্ষর সায়াহ্নে
কবি মাত্রই গরীব আর কৃপণ
গরীব, কারন কবিতা আর কে পড়ে?
কৃপণ বলে রাস্তা থেকে কথা
কুড়িয়ে নিয়ে জমিয়ে রাখে ঘরে।
কবি তোমায় কী আর দিতে পারে?
আমি তোমায় আর কী দিতে পারি!
গোলাপ দেবার সামর্থ্য তো নেই,
দেব তোমায় বনফুলের সারি।
খররোদে পিচগলা রাস্তায়
দিয়ে যাব কালবোশেখির আশা;
শীতের দিনে নক্সীকাঁথা জুড়ে
গল্প লেখে আমার ভালোবাসা।
তুমি দূরে চলেই যাবে জানি,
থাকবে তবু মনের কাছাকাছি ;
মধ্যরাতে হাজার তারার ভীড়ে,
দেখবে, আমি সেই আলোতে আছি।
ভুবন ঘুরে আমার কাছে এলে,
তোমায় দেব পুরোনো সেই ঘর-
সেই যে চেনা ছেঁড়া বালিশখানা
ঘুমিয়ে পোড়ো তুমি তার উপর।