|| প্রেমের বাসন্তী চিঠি সংখ্যায় || চিরন্তন ব্যানার্জি

বসন্ত পঞ্চমী

আমিও জানি ফুরিয়ে যাবে সবই,
গল্প শেষে কয়েক মুঠো ধুলো;
তাও তো বসে গাঁথছি স্মৃতির মালা
কুড়িয়ে নিয়ে এই মুহূর্তগুলো।

এগিয়ে যাবার ডাক শুনেছি, তবু-
এখন নাহয় গাছের ছায়ায় বসি;
নরম রোদে এলিয়ে দিয়ে মাথা,
যোগবিয়োগের অঙ্ক কঠিন কষি।

গুনের কথা বাদ রাখি, ভাগশেষে
রইল নাহয় খানিকটা ভাগশেষ;
মিললো না যা জমিয়ে রাখি বুকে,
হিসেব নিকেশ হচ্ছে নিরুদ্দেশ।

যখন যাবো, তখন, এখন থাকি-
নদীর পাড়ে কুড়িয়ে চলি নুড়ি,
পরশপাথর আমার হাতেই আছে,
সোনা তো নয়, ফুটিয়ে চলে কুঁড়ি।

একটা কুঁড়ি আমার নামে রেখো
একটা কুঁড়ি দিলাম তোমার হাতে;
যাওয়া, এত সহজ তো নয় যাওয়া-
সব থেকে যায়, ছায়াপথের রাতে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।