কবিতা সিরিজে চিরঞ্জিৎ বৈরাগী
নীরবতা – ১৮
এই দুঃখ নদী থেকে বহুদূর
বিনামূল্যে এটুকুই গড়
হরেক মাল সাড়ে ছ’ টাকা
কোথায় হারিয়েছে
চিকেনের গভীরে সূর্যোদয়
তাই চপের স্বাদ পাস্ট পারফেক্ট
আলু আর সবজি চেহারায় জিদ
তবুও ঠিকানায় জমে,
. অতিথি আড্ডা
ভয়ে ভয়ে মাদুর বিছানায়
সঙ্গ খোঁজার পর ভাঙে মন
দেশি মদের সাক্ষাৎকার
যে কয় দিনের অসহযোগ
তারপর দেখা হোক বা না হোক
ছেঁড়া জামায় বিবেকের সাধ,
. একমাত্র খাঁটি!