মার্গে অনন্য সম্মান চিত্রা বন্দ্যোপাধ্যায় (সেরা)

অনন্য সৃষ্ট সাহিত্য পরিবার
সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা পর্ব – ১২৪
বিষয় – হোলি / দোলযাত্রা / বাসন্তিকা
হোলির রঙে
হৃদয় কল্লোল মনেতে হিল্লোল
এসো রঙ খেলি,
রঙের বাহার হোলির জোয়ার
আনন্দে পাখনা মেলি।
শিমুল পলাশে রঙিন আবেশে
আবিরে রাঙানো মাথা,
সবুজ বনান্তে রঙিন বসন্তে
মধুর স্মৃতিতে গাঁথা।
প্রেমের পরশে মনের হরষে
রাঙ্গিয়ে আবির গালে,
রঙ্গিন মৌবনে আনন্দ যৌবনে
মাখাবো আবির লালে।
রাঙ্গিয়ে আকাশ খুশিতে বাতাস
মনকে রাঙিয়ে তুলি,
হৃদয় মন্থন প্রেমের স্পন্দন
হোলিতে দুয়ার খুলি।
মধুর কুজনে মিলবো দুজনে
ফাগুন হোলির গানে,
মাখাবো সোহাগে প্রেমের আবেগে
রঙিন মধুর প্রাণে।
আবির খেলায় আনন্দ মেলায়
রঙেতে হৃদয় ভরে,
প্রেমের সন্ধানে ভ্রাতৃত্ব বন্ধনে
নিষ্পাপ প্রেমের তরে।