|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় চিরন্তন ব্যানার্জি

নৈঃশব্দ
পাইনের কানে কানে কুয়াশা যে কথা বলে রাতে,
তোমায় শিখিয়ে দেবো, দেখা যদি হয় সাক্ষাতে।
সেই কথা এ শহরে আগে কেউ বলেছে কি জানো?
সমুদ্রে ডুব দিয়ে, তার স্বরলিপি খুঁজে আনো।
চাতকের চাওয়া জলে ভিজে গেলে, পাখিজন্ম হয়;
ছেড়ে যাওয়া নীড় জুড়ে, জমা রাখা, পুরোনো সময়।
অবসাদ রোগ নিয়ে সারা গায়ে মুঠো মুঠো নীল,
পাহাড়ে আঁকছে ছবি, সূর্যের রঙপেন্সিল।
শহরে বর্ষা আসে, চারপাশে কেবলই ধূসর,
ঠিকানা হারিয়ে গেলে, কে আপন, কে আমার পর।
আমি তো বুঝিনা অতো, দাবী নেই ভালোবাসা ছাড়া;
যখন যেমন পাই, ভিক্ষার চাল তায় কাঁড়া না আকাঁড়া।
তুমিও বেসেছো ভালো, না বুঝেই, এ কবিতা, এই কথকতা ;
রাইকিশোরীর হাতে, আমিও দিয়েছি তুলে, পৃথিবীর যত নীরবতা।