মার্গে অনন্য সম্মান চিত্রা বন্দ্যোপাধ্যায় (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১১৭
বিষয় – ভাষা দিবস
অমর একুশ
একুশের বাণী সবার মনে আঁকা,
একুশকে বাদ দিলে সবই ফাঁকা।
একুশের কথা সবার হৃদয়ে গাঁথা,
ভাইয়ের রক্তে আজও বুকে ব্যথা।
বাহান্নর একুশ বারবার আসে ফিরে,
সবার আঁখি ছলছল অশ্রু নীরে।
অমর একুশ আসে জগৎ সভায়,
পদ্মা-গঙ্গায় ঢেউ তুলে বেদনায়।
ঢাকার রাজপথ রক্তে হলো লাল,
শিলচরের কথা থাকবে মনে চিরকাল।
শহীদ রফিক,বরকত, জব্বার,সালাম,
প্রাণের বিনিময়ে ভাষার অধিকার পেলাম।
একুশ মানে শায়িত সাতটি লাশ,
মাতৃ ভাষা আন্দোলনের অমর ইতিহাস।
মাতৃ ভাষা দিবসে ভবিষ্যতের অঙ্গীকার,
মাতৃভাষা রক্ষা করা জন্মগত অধিকার।
যত শহীদ মিনার আছে অগণিত,
বাংলায় গাই তোমার জয় গীত।।