কবিতা সিরিজে চিরঞ্জিৎ বৈরাগী
নীরবতা – ১৭
ধীরে ধীরে রাত আসে
পুরানো চাল থেকে ভাবানুবাদ
আমসত্ত্ব হয়ে ছাতু
আলুমাখা রুটিগুলো ঘানি ঘোরায়
তেমনি কত দিন
ওটিপি নম্বর খুঁজেও, হয়রানি
খোলা বুকে। আর ঝুরো মেঘে আকাশ
তবুও। একঘেয়েমি চির নতুন
দূর থেকে ধোঁয়া বাঁচানোর চেষ্টা
সঠিক পরামর্শ কোথায়
স্বর্গ আঁকড়ে বিচার
কোর্ট ছাড়া ফেরার আসামি
এখন। তোমার মতো অনেকেই
অপেক্ষায়,
. ঘুড়ি হয়ে উড়তে