মার্গে অনন্য সম্মান চিত্রা বন্দ্যোপাধ্যায় (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১২৬
বিষয় – নতুন সাজে প্রকৃতি
বৈচিত্র্যময় প্রকৃতি
ঘন ঘোর মেঘেদের আনাগোনায়
মন যে হলো আজ উদাসী,
সুপ্ত প্রেমের মনোহারী সাজে
সাজাবো তোমায় প্রেয়সী!
মহুয়ার দেশে রুদ্রবীণার ঝংকারে
চলো যাই হারিয়ে,
চৈতি পবনে ফাগুন আগুনে
ভিজি মুষল বর্ষনে দাঁড়িয়ে।
কাঠ মল্লিকা দোলন চাঁপা
সুবাস ছড়ায় পলাশ,
বৈশাখী ঝড় বিরহী মনে
আঁধারে ছায় আকাশ।
বসন্ত এলো রঙিন হলো
নতুন সাজে প্রকৃতি,
প্রেমের জোয়ারে সাগর জলোচ্ছ্বাসে
সুর ঝংকারের বিরতি।
অবিরাম ঝরে ঝিরিঝিরি বৃষ্টিতে
নয়নে নয়ন রাখবো,
বিরহী মন চঞ্চল হৃদয়
পরশে হরষে জুড়াবো!
প্রেমের আকুতি করছি মিনতি
কিছু হোক চাওয়া-পাওয়া,
খুশির আনন্দঘন কিছু মুহূর্তের
ভালোবাসাটুকু নিয়ে যাওয়া।