আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ চন্দ্রশেখর ভট্টাচার্য

যাওয়া
চলে গেলেই ফুরিয়ে যায় নাকি কেউ।
ভেবেছিলে, আর কোনও পিছুটান নেই
স্মৃতির সরণী বেয়ে পিছু নেবে না ফেউ।
জীবনের অথৈ নদীর স্রোত ধুয়ে দেবে,
মুছে নেবে দাগ যত স্বার্থের হানাহানি
বেলাভূমে জলদাগের মত অস্থায়ী হবে।
ভুলো না, বিদায় নিলেও সে থেকে যায়
উত্তরপ্রজন্মের রক্তবাহী শিরায় শিরায়,
স্মৃতিতে মননে ভ্রমে দিনরাত্রির পাতায়
চলে যাওয়া বড় একটা কঠিন কিছু নয়।
বাহান্নো বা বাষট্টি কি মানভূমের সৈনিক
কঠিন তোমাদের ভুলে যাওয়া কোনও তাড়নায়।