কবিতায় চিরন্তন ব্যানার্জি

বিজাতীয়
স্বপ্নের ফেরিওয়ালা সস্তার বেচাকেনা সেরে
বাড়ি ফিরে যাবে বলে গুনে নেয় খুচরো খোরাকি,
আমিও গল্প কিছু বার করি ছেঁড়া ঝুলি ঝেড়ে
কোন পথে আলো আছে, কোন গাছে জমেছে জোনাকি।
পাহাড়ের আঁকে বাঁকে ঘুম ঘুম কুয়াশার বাড়ি,
দুয়েকটা ছোট মেঘ দুচোখের পাতায় জড়ানো;
রাস্তার মাঝখানে নদী শুয়ে আছে আড়াআড়ি
যে কথা গিয়েছে ডুবে, সমুদ্রে কবে যাবে জানো?
কথায় বেড়েছে কথা, যেমন কচুরিপানা পুকুরের জলে;
না রাখা শপথ যত, বেগুনি ফুলের মত ফুটে ওঠে রাতে,
আজো তো বুঝিনি আমি, হারজিৎ, আমি কোন দলে
কার কাছে আসা ভালো, কার থাকা উচিৎ তফাতে।
তোমার আমার মাঝে এক আকাশ দূরত্ব জানি,
যেমন আলাদা রাখা আমাদের গোলাভরা ধান;
রক্তের রঙে ভেজা তুলে রাখা প্রতিজ্ঞা খানি,
রাইকিশোরীর ঠোঁটে আজও শুনি সাম্যের গান।
তেমন আলাদা হলে, আমাদের হত দেখা- কোনদিন?
এত এত এত তারা,ভেবে দেখো,ভালোবাসা অন্তবিহীন।