কবিতায় চিরন্তন ব্যানার্জি

কথা
তোমায় কিছু বলব বলে দাঁড়িয়ে আছি পথের ধারে
জ্বলছে কথা আঁধারমানিক, হিজল বনের অন্ধকারে।
আধখানা মেঘ, একলা আকাশ, দু এক ফোঁটা চোখের জলে,
ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমীরা তেপান্তরের গল্প বলে।
হাওয়ার ডানায় পার হয়ে যায় পক্ষীরাজের লক্ষ্মীছানা,
তোমার সময় বড্ড দামী, এসব কথা শুনতে মানা।
তারচেয়ে বরং তোমায় বলি আলু পটল ঝিঙের দামে
কুড়িয়ে পেলাম একটা চিঠি বাজার শেষের সস্তা খামে।
মুক্তো থাকুক গলার হারে আমায় বরং ঝিনুক দিও,
ভাগের শেষে কে জানে কার সমুদ্র, কার পাহাড় প্রিয়।
তোমায় কিছু বলব- না থাক, সব কথা কি সবার লাগে;
আমি কেবল দাঁড়িয়ে থাকি, বোকার মতো, অনুরাগে।
আমার প্রলাপ শেষ হয়ে যায়, হিজলবনে নিজের মনে,
একলা পাগল রাইকিশোরী, গাইছে মাথুর বৃন্দাবনে।