রম্যকথায় মৃদুল শ্রীমানী
লক্ষ্মণের দ্বিতীয় শক্তিশেল হনুমানকে সকালবেলা রাজসভায় গম্ভীরভাবে বসিয়া থাকিতে দেখিয়া নরচন্দ্রমা রাম বলিলেন, ‘কি রে ব্যাটা, অমন হাঁড়িমুখো হয়ে বসে আছিস কেন?’ হনুমান কোনো জবাব দিল না। আরো গম্ভীরতা প্রকাশ করিয়া নিজের করতলের রেখাগুলি...