সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে বিজয়া দেব (পর্ব – ২)
গোপনে গড়েছে কত স্বপ্নিল সাঁকো দুই ইংরাজরা দেশ থেকে চলে যাওয়ার পরও চা বাগানের মালিকানা হস্তান্তর করতে করতে ষাটের দশক এসে গিয়েছিল। লালমুখো সাহেবদের দেখেছে ছুটি। একবার নিজেদের কোয়ার্টারের নীচে রাস্তা পেরিয়ে যেতে গিয়ে...