প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউইয়র্ক)
১| বেঁচে আছি বুকে বিষাক্ত তির নিয়ে বেঁচে আছি, সারস বেঁচে আছি যন্ত্রণার জিকির করতে করতে কদর্য কুয়াশায়- ঢেকে ফেলা আঁধার, রক্ত এবং অশ্রুপাতে বেঁচে আছি এই অপমৃত্যুর মুখোমুখি। চারপাশে মলয়ের মাতলামী, জলের উঠানামা...