কাব্যানুশীলনে শিখর চক্রবর্তী
যতরাত ততদিন ঘুরে যাই, বিপন্ন বোধের উঠোনে রুমালচোরের খেলায়, ঘুরে যাই … জড়িয়ে ধরা জামাকাপড়ের মানুষ, হেলান দেওয়া নিশ্চিন্ত ভাবুক চারাগাছের গোড়ার ঝুরো মানুষ মাঝবিকেলেই লন্ঠনের কাঁচ মোছে, এ পাড়ায় দূরারোগ্য সুখের অন্ধকার। চাঁদের আলোয় ও বাড়ির ছাদের মানুষ অশরীরীর ভুল ভেঙে দেয় আত্মপরিচয়ে। যেটুকু...