সাপ্তাহিক ধারাসম্পাতে সিদ্ধার্থ সিংহ (পর্ব – ৩)
কেমিক্যাল বিভ্রাট ওই সিটটা যাঁর ছিল, উনি নিশ্চয়ই তাঁকে অনেক বার ডাকাডাকি করেছিলেন। কিন্তু তিনি না ওঠায় বাধ্য হয়েই উনি বোধহয় উপরের সিটে গিয়ে শুয়েছিলেন। পর দিন যখন চোখ মেলে তাকালেন, দেখলেন, তিনি হাসপাতালের...