সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে উজ্জ্বল কুমার মল্লিক (পর্ব – ১৫)
শহরতলির ইতিকথা পাড়ার এক দাদা,রাজীবকে,বাণিজ্য নিয়ে পড়ার উপদেশ দিল। সজীবও বাণিজ্য নিয়ে নৈহাটির সান্ধ্য কলেজে পড়ছে। সজীব চাকরি করে,ওর পক্ষে তো সান্ধ্য কলেজই ঠিক;আবার কোলকাতা ইউনিভার্সিটির অধীনস্থ কলেজও ওটা। রাজীবকে তো দিনের বেলা পড়তে...