T3 || স্তুতি || শারদ বিশেষ সংখ্যায় জয়িতা ভট্টাচার্য
জাগরী আনন্দর হাত ধরে এগিয়ে যাচ্ছেন তিনি।দীর্ঘ বনে ছায়া।সামনে জলাশয় ওখানে রূপোলি মাছেরা নাচে। এতদূর এসে একবার ফিরে দেখবেন তথাগত।পেছনে পরে আছে ধ্বংসের শেষ চিহ্ন। মরা খেত।জনহীন।তথাগতর মুখে প্রশান্তি।পেরিয়ে এসেছেন সেই অস্থির কালখণ্ড। অবশেষে...