সাপ্তাহিক ধারাবাহিকে মৃদুল শ্রীমানী (পর্ব – ১৬)
পরদিন ছয় মার্চ সকালে পুলিশ আরবেইটার জাইটুং কাগজের সহকারী ম্যানেজার অস্কার নিবিকে তাঁর বাড়ি থেকে পাকড়াও করল। আর স্যামুয়েল ফিলডন, তখনো পায়ে গুলির আঘাতে শয্যাশায়ী, তাঁকেও ওই ছয় মার্চ পুলিশ আটক করল। অ্যালার্ম কাগজ...