T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় সোমা চট্টোপাধ্যায় রূপম
ঈশ্বরী হিসেব রেখো (২) তুমি বলেছিলে কবিতাটা আমার টুকটুকে লাল রঙে ছুপিয়ে নিয়েছো কালি মাখিয়ে দিয়েছো আমার সারা গায়ে- তুমি শুনিয়েছিলে সময়ের ধারাপাত আর ফাঁকা পাতার মহাকাব্য ওটা ছিঁড়ে ফেলেছো সেন্সারের দায়ে মুক্ত করেছো...