T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় ছাব্বির আহম্মেদ

ছেঁড়া পালকের মৌনতা
পৃথিবী শূন্যতায় ভরে উঠেছে
পথিকের কন্ঠে ঝুলছে গলির নীরবতা
কোথাও কোনো মানবতা নেই
যেমন মরীচিকার ছায়া বড়ো হলেও
সমুদ্রের কান্না দেখতে পাওয়া যায় না
এখন দিন শুরু হয় বারুদের শব্দে
আর কিছু জীবের খেলা দেখতে দেখতে
পাখিদের কুজন শোনা যায়
ছেঁড়া পালকের মতো খসে পড়ছে যুব সমাজ
তবুও কারও অভিযোগ নেই
মৃত কিংবা জীবিত সকলেই মৌনতার লাইনে দাঁড়িয়ে
ঢিল ছুঁড়লেও সাধ্য নেই ডাল ছেড়ে পালানোর
তবুও বেহিসেবি লাশগুলো দলগত ভাবে মানুষ হওয়ার ভান করে আছে
কিন্তু কেউ গাধা হতে চায়নি পথিবীর বোঝা কাঁধে নিতে
কারণ যুবকের রক্ত এখন আর লাল নেই।