সাতে পাঁচে কবিতায় চৈতি

ভুলের সমাধি
কত মেঘ থাকে আকাশে
সব মেঘেই কি বৃষ্টি হয়?
না সব মেঘেদের রঙ আকাশি হয়!
উড়ে যায় নিজের সীমানায়
রঙের আল্পনায়।।
স্বাধীন উড়ান, ব্যক্তিগত পরিসংখ্যান বাদ রেখে রঙে বদলায়
একদিন একই আকাশে আমিও মেঘ হবো
ফিরে যাব স্বাধীনতার দেশে,
যদি একটুও রেশ বলে কিছু থাকে।
জানবে সবাই ক্ষতিগ্রস্তরা ক্ষতিকারক নয়
যে সিঁদূরে মেঘ দেখেছে
অন্য মেঘ তাকে দেখাতে পারে না ভয়।।
আজ যদি ফিরে যাই ফেরায়,
কি এসে যায় চেনা কিংবা অচেনায়
দুর্দান্ত ঝড় ভাঙ্গতে পারে
ভাঙ্গনের পথ বদলাতে পারে না।
কতটা রক্তক্ষরণ হলে ভালোবাসা হয়?
এ উত্তর কারো কারো জানা হয়ে যায়
নিশ্চিত চলায়।
তারপর আর কোনো ভাঙ্গন
হয়তো জোড়া লাগে না।
শিকড় গাড়ার আগে মাটি দেখার কথা
অনেকেরই ভুল হয়ে যায়,
এক একটা ভুলের সমাধি বড় প্রখর
জল পেলেও আর অঙ্কুর হতে পারে না
সুখের পাতায়,
কি আর করা যায়।