স্মার্টফোন ইউ টিউব ডিজট্যাল টিভি—
অন্তর্জাল দুনিয়ায় এখন সব হাতের মুঠোয়,
গ্রাম থেকে শহর নগর
শ্রমিক মজুর কুলি ব্যবসায়ী বাজারু দেহাতি
ছেলেমেয়ে বুড়োবুড়ি আন্ডাবাচ্চা সব
তাই নিয়ে ব্যস্ত আছে সারাক্ষণ
যেন মাতোয়ারা তারা এক আশ্চর্য অভিনব
সম্মোহনের কাছে, কখন্ যে দিন যায়
দিন আসে, হপ্তা মাস বছর গড়িয়ে যায়
প্রহেলিকার পিছনে, নতুন বছর আসে
আসে পয়লা বৈশাখ নির্দ্দিষ্ট নিয়মে ,
ঢাকঢোল নাচগান প্রীতিভোজ বর্ষবরণ নগরকীর্তন
সবকিছুই জীবন্ত দেখা যায়
শোনা যায় নিমেষে দুনিয়া জোড়া
কর্পোরেট বদান্যতায় উদ্দাম উত্তাল
অলৌকিক অবিরাম , আম বাঙালীর
সম্পন্ন গৃহস্থগৃহ নিকানো কুটীর
ঝিমোয় হতদরিদ্র বিচ্ছিন্ন প্রভায়, তাজা আম্রপল্লব
আলপনা মঙ্গলঘট নগরকীর্তন
সনাতন সংস্কৃতির মাহাত্ম্য ঝিমোয় ঘরে ঘরে
গুটিকয় জোনাকি জ্বলার মতো, এখন তো মেসেজেই
সব কাজ সারা হয় অপলকে
এমন কি আমন্ত্রণ নিমন্ত্রণ প্রণাম প্রসাদও,
সাধ থাকলেও আর সাধ্য ঠিক কুলিয়ে উঠে না
প্রবীণের পালাপার্বণ পালনে অগ্রগতির ধাক্কায়,
নবীনের সুনামিতে আজকাল পয়লা বৈশাখ
উদযাপন গ্রামে গঞ্জেও ক্রমশঃ সঙ্কুচিত, সবাই আজ
ভয়ানক ব্যতিব্যস্ত ডিজিট্যাল প্রযুক্তি-নির্ভর ;
ঘরবাড়ি সব সুনশান ব’সে থাকে
বাংলার আনিকানো বিবিক্ত উঠোনে।
বল্গাছাড়া ক্ষ্যাপাটে আঁতেল সব কবি সাহিত্যিক ( যেমন আমি )
সাংস্কৃতিক পতাকা ধ’রে থাকি শোকাবহ
বিষণ্ণ সভায়।