ক্যাফে কাব্যে বাবলু সরকার

গ্রহণ
গন্তব্য জানি না
তবুও গন্তব্যের উদ্দেশ্যে
এ পৃথিবীর অরণ্য ভেঙে ভেঙে শক্ত মাটি গুড়ো করে ফেলে তীক্ষ্ণ ফলা
যখন হেঁটে হেঁটে পার হই
কাঁচা ধান ক্ষেত সকালের ভেজা পাতা রাস্তা
সবুজ মখমলের এ প্রান্তর পাশ ফিরে তাকায়
আমি তাকে স্পর্শ করতে পারি না
আমি তার উৎস অনুভব করতে পারিনা
যেন পাহাড়ের মতো ঘুমিয়ে ঘুমিয়ে
নিঃশব্দে এসে দাঁড়াই পায়ে পায়ে কাছে
গন্তব্য তবু চুপ থাকে
গন্ধ শুঁকে শুঁকে
পাখির ডানা ঝাপটানোর আর্তনাদে
সম্মোহনে জেগে তোলে কীভাবে অনুভব
রাত কাটে সকালের গন্তব্য পথগুলো
জলে ভিজে থাকে তবুও সে চুপ থাকে
দূরে চোখ জ্বলে প্রেমের আগুন রঙে
তবুও আমি গন্তব্য খুঁজি ভালোবাসায়
প্রাণে তাল লয় রাগ খুঁজে নিই রবাহূত অতিথির মতো
তবু তুমি গ্রহণ করলে না আমার সামনে এসে
তোমার গন্তব্য কে