দিব্যি কাব্যিতে বেবি সাউ

রাধাভাব
তোমাকে শত্রুর মতো দেখি তাই, ভালোবাসা আসে
আকাশে বৈষ্ণবগীতি, বাতাসে সুজান প্রিয়তম
কে আমার রামপ্রসাদ মানবজমিন খোঁড়ে চাষে, —
সমকামী গাছেদের পাশে বসে হয়েছি অসম।
আহা নিদ্রা ভেঙে যায় কৃষ্ণ তুমি আমার ডিলান
কত রাস্তা ভিজে গেল কত গানে জীবনানন্দের
বনলতা সেন না কি নীরা ছিল সন্ধ্যার আজান
কমলাসুন্দরী নাচে, প্রিয় নারী, হয়েছ কাদের?
পিঙ্ক ফ্লয়েডের মন শ্রীকৃষ্ণকীর্তনে সাড়া পায়
কে তাকে ভাসিয়েছিল কার কাছে খুঁজে খুঁজে ভাসি
আমার কান্নার মতো লখীন্দর ভাসে কবিতায়
পথের পাঁচালী শুনি আবহসঙ্গীতে ভালোবাসি…
বিরহ, প্রবহমান। আকাশ থমথম করে চোখে,-
মনের শরীর তুমি, অন্ধকার, গোধূলি- আলোকে।