কাব্যানুশীলনে বদরুদ্দোজা শেখু
by
·
Published
· Updated
ফাগুন
ফাগুন আসে, পরিপার্শ্বের বিভাস ফুটে রঙের ছোঁওয়ায়
ঘর-ছাড়া মন উন্মনা মন তার ছায়াতে আগুন পোহায়
খাই বা না খাই কী আসে যায় ? চির-বিরহী হৃদয় সেঁকি
ইতস্ততঃ কল্পনা আর মোহিনীলতার মাতম দেখি,
মেতে উঠে এই জগৎ জীবন আনচানে আর অলোক-প্রভায়
প্রেম পরিণয় প্রণোদনার উন্মাদনায় বিহ্বল সভায়
আলাপ বিলাপ প্রলাপ ঝুরে বিধুর সুরে চরাচরে
চলো চ’লে যাই ঘর ছেড়ে যাই তার তালাশে অচিনপুরে ।
হৃদয়জুড়ে বসন্ত-বায়,গগন জুড়ে বিদগ্ধতা
এই লগনে বাজছে বুকে কতো জনমের না-বলা কথা
আকুলতা প্রগল্ভতা প্রমত্ততা শূণ্য বুকে
বিধির বিধান বান ডেকে যায় এই অসুখের অমোঘ সুখে
ভুলচুক আর অনিশ্চিতির উদ্ভ্রান্তি ধুঁকে বেড়ায়
রাতবিরিতের মফঃস্বলে গ্রামগঞ্জে পাড়াবেপাড়ায়
শহরতলি পাহাড়তলি বেলাভূমির পিয়াস -মরু
সব মেনকাই সুন্দরী আর মোহন মায়ার কল্পতরু
স্বপনপরী প্রেমলহরী উথাল পাথাল যমুনা -বিলাস
জনম জনম চায় সে হ’তে সেই বালিকার বিদগ্ধ দাস
সেই প্রদোষে প্রবোধ পোষে আশা-নিরাশার অবোধ আঁখি
আশ মেটেনা ভাবভাবনার, স্বভাব -দোষে বিনয়ী থাকি,
কাউকে ডাকি আপন মনে ? উচ্চারণে অথবা নিঝুম ?
ফাগুন এমন মোহন বীক্ষা, প্রতীক্ষারা আনন্দ-ধূম !